• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ, থানায় ডায়েরি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম;
বিশ্বনাথের ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ, থানায় ডায়েরি
বিশ্বনাথের ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ, থানায় ডায়েরি

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ বিশ্বনাথের পৌর শহরের ৪ নং ওয়ার্ডের হরিকলস গ্রামের ব্যাংক কর্মকর্তা মফিজুর রহমান বাবুল (৪৭) নিখোঁজ হওয়ায় থানায় ডায়েরি করা হয়েছে।  নিখোঁজ বাবুল গত কাল ১০ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদানের জন্য বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। .

 .

নিখোঁজের বিষয়ে বাবুলের সমন্ধিকের ছেলে মোঃ কামরুজ্জামান (২২) আজ সিলেটের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানায় ডায়েরি নং ৫১৬। ১১/০৯/২৫ইং।.

 .

ডায়েরিতে কামরুজ্জামান উল্লেখ করেন ১০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় সিলেট শিববাড়ী পাঠানপাড়া নতুন জামে মসজিদ সংলগ্ন নিজ বাসা হতে ওসমানী নগর তাজপুর ন্যাশনাল ব্যাংকে যেতে বের হয়ে তিনি নিখোঁজ হন।নিখোঁজের সময় তার পরনে ছিল হ্যাশ কালার টি শার্ট ও জিন্সের প্যান্ট। চেহারা কালো, মুখে সাদাকালো দাড়ি রয়েছে। মফিজুর রহমান বাবুল কে সম্ভাব্য সকল স্থানে খোঁজার পর বিষয়টি থানা পুলিশ কে অবগত করা হয়েছে। .

বাবুলের সন্ধ্যানে কাজ করছে প্রশাসন এমনটি জানা গেছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামানের সাথে মুঠফোনে কথা হলে তিনি জানান, পুলিশের একটি বিশেষ টিম বাবুলের সন্ধানে কাজ করছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। .

 .

মফিজুর রহমান বাবুল বিশ্বনাথের হরিকলস গ্রামের বাসিন্দা। পরিবারের পক্ষে বাবুলের সন্ধান চেয়ে গণমাধ্যম একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। নিখোঁজ বাবুলের সন্ধান পলে এই 01318-705752  নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ