• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বিএনপির ৯ আগস্টের কর্মসূচি সফল করতে প্রচার মিছিল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম;
বিশ্বনাথে বিএনপির ৯ আগস্টের কর্মসূচি সফল করতে প্রচার মিছিল
বিশ্বনাথে বিএনপির ৯ আগস্টের কর্মসূচি সফল করতে প্রচার মিছিল
 
 
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র বন্ধ এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আগামী ৯ আগস্ট বিশ্বনাথে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে প্রচার মিছিল করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনগুলো।
 
 
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মিছিলটি বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রবাসী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
 
বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল আহমদ।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ