বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের অলংকারী ইউনিয়নে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিশ্বনাথ এর ব্যবস্তাপনায় অগ্নিনির্বাপক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। .
.
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষনে আজ অগ্নিনির্বাপক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন ফায়ারসার্ভিসের কর্মকর্তাবৃন্দ।.
.
গ্যাস সিলিন্ডার থেকে বিভিন্ন কারণে আগুন লেগে গেলে ভীতসন্ত্রস্ত না হয়ে কিভাবে সাধারণ উপায়ে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফায়ারসার্ভিসের জৈন্তাপুর, কানাইঘাট ও বিশ্বনাথ উপজেলার ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ মুনিম সারওয়ার। .
.
অলংকারী ইউনিয়ন পরিষদ মাঠে আগত স্থানীয় নাগরিক, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারী, আনসার ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ৬৪ জন নারী পুরুষ অগ্নিনির্বাপক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণে অংশ নেন। এসময় গ্যাস সিলিন্ডার থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে আগুন লেগে গেলে তা সহজ উপায়ে নেভানোর কৌশল অবগত হন প্রশিক্ষনার্থীরা। .
.
এসময় সাধারণ অগ্নি দূর্ঘটনা রোধে করণীয় এবং এ ধরনের প্রশিক্ষণ শহর এলাকার পাশাপাশি গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানানো হলে ফায়ারসার্ভিসের প্রশিক্ষণ কর্মকর্তা মুনিম সারওয়ার জানান, এটি চলমান প্রক্রিয়া। গণসচেতনতা এবং মানুষকে অগ্নিনির্বাপক বিষয়ে সাধারণ প্রশিক্ষণ দিতে শহরের পাশাপাশি গ্রামের মানুষের জন্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। গ্রাম এলাকায়ও প্রশিক্ষণ কর্মসূচি চলমান থাকবে। .
সরকারি নির্দেশনা অমান্য করে, বিশ্বনাথ উপজেলায় যত্রতত্র নিয়ম বহির্ভূত লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা ব্যবসা করছেন, এধরণের ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুনিম সারওয়ার জানান, আমরা উপজেলার সকল দোকানদারদের তালিকা প্রস্তুত করছি এবং ইতিমধ্যে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করছি। তারা ব্যবসায়ীক লাইসেন্স ও অনুমতি গ্রহণপত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। প্রতিবন্ধকতা ও নিরাপত্তা বিঘ্নিত হয়, দোকানের সামনে, ফুটপাতে কিংবা রাস্তার পাশে খোলা রোদে গ্যাস সিলিন্ডার রেখে কেউ যাতে ব্যাবসা না করেন, এমন আহবান জানান ব্যবসায়ীদের প্রতি তিনি।.
.
অগ্নিনির্বাপক প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়া, ওসমানী নগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রনজিৎ বিশ্বাস, বিশ্বনাথ ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: