• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ফাটলধরা কালভার্ট পরিদর্শনে প্রকৌশল কর্মকর্তা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ পিএম;
বিশ্বনাথে,  ফাটলধরা কালভার্ট,  পরিদর্শনে প্রকৌশল,  কর্মকর্তা
বিশ্বনাথে ফাটলধরা কালভার্ট পরিদর্শনে প্রকৌশল কর্মকর্তা

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ  প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজার- পরগনা বাজার লামাকাজী (এলজিইডি) সড়কের বোমারপুল খ্যাত মারাত্মক ফাটলধরা কালভার্ট পুন:নির্মানের স্থান সরজমিন পরিদর্শন করেছেন বিশ্বনাথ উপজেলা প্রকৌশল অফিসের কর্তারা।.

 .

চার কিলোমিটার সড়কে পাচটি কালভার্টে ফাটল শিরোনামে সংবাদ প্রকাশের পর আজ ১৩ ই মে ফাটলধরা কালভার্টের স্থান সরজমিন পরিদর্শন করেছেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের ২জন কর্মকর্তা।.

 .

জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার ৪ কিলোমিটার দুরত্বের মধ্যে  ৫ টি কালভার্ট বেহাল শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি বিশ্বনাথ এলজিইডি অফিসের কর্মকর্তাদের নজরে এলে তাঁরা সরজমিন পরিদর্শনে যান। সরজমিনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার প্রামাণিক ও কার‌্য সহকারী রহিদুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, রাজনীতবীদ এসএম রফিক আহমদ ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।.

 .

এসময় বোমারপুল নামে খ্যাত ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণে অবস্থিত ওই রাস্তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কালভার্টের পুন:সংস্কারের জন্য মাপঝোক (মেজারমেন্ট) তৈরি করেন কর্মকর্তারা। উপস্থিত এলাকাবাসীকে শীঘ্রই কালভার্টটি নির্মাণের আশ্বাস প্রদান করেন ওই কর্মকর্তাগণ।.

 .

কালভার্টটি দ্রুত মেরামত করার জন্য বিগত ১৭ই মার্চ এলাকাবাসী মানববন্ধন করেন। এরপর ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেন এলাকাবাসী । ৬  এপ্রিল উক্ত রাস্তার কালভার্টের ফাটল নিয়ে বিশ্বনাথ প্রতিনিধি সায়েস্তা মিয়ার পাঠানো সংবাদ দৈনিক জৈন্তা বার্তায় পরিবেশন হলে আজ জৈন্তাবার্তা প্রতিনিধিকে সাথে নিয়ে ফাটলধরা কালভার্টের স্থান পরিদর্শনে গিয়ে পুন:নির্মান করার প্রতিশ্রুতি দেন এলজিইডি কর্মকর্তাগণ।.

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন, শীঘ্রই টেন্ডারের মাধ্যমে উক্ত কালভার্ট পুন:নির্মাণ কাজ শুরু করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ