• ঢাকা
  • শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে উচ্ছেদ করে প্রশাসনের দেওয়া ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম বন্ধ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম;
বিশ্বনাথে উচ্ছেদ করে প্রশাসনের দেওয়া ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম বন্ধ
বিশ্বনাথে উচ্ছেদ করে প্রশাসনের দেওয়া ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম বন্ধ

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে পৌর প্রশাসনের দখল করা ভুমি উদ্ধার করে গেল রমজানে ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়। ন্যায্য মূল্যে দোকান পরিচালনার জন্য একটি টিনসেড ঘর নির্মান করা হয় সেখানে। কয়েকদিন বেচাকেনার পর অদৃশ্য কারণে তা বন্ধ করে দেওয়ায় ফের হকাররা দখল করে নিয়েছে স্থানটি।.

 .

বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার বাসিয়া সেতুর নিচে পশ্চিমপ্রান্তে অবস্থিত হকার ব্যবসায়ীদের দখলে থাকা (কাচামাল- সবজী- ফল ব্যবসা) জায়গা উদ্ধার করে উপজেলা ও পৌর প্রশাসন। গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে একাধিক অভিযানের মাধ্যমে দখলকৃত বাজারের ভিটাগুলো উদ্ধার করা হয়। এরপর মাহে রমজান কে উপলক্ষ করে একটি ন্যায্য মূল্যের দোকান খোলা হলে তা কয়েকদিন পরিচালনার পর বন্ধ করে দিলে জায়গাটি স্থানীয় কাঁচামাল ও সবজি ব্যবসায়ীদের দখলে গেছে পুনরায়। বর্তমানে এখানে ময়লা আবর্জনার স্তুপ ও মোটর সাইকেল পার্কিং করে রাখায় আগের দখল উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছেন। প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সাধারণ মানুষ বলছেন পুরাতন দখলদারের স্থানে নতুন দখলদারদের আগমন হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ন্যায্যমূল্যের দোকান খোলায় নিম্ম মধ্যবিত্ত মানুষ তৎসময়ে খুশি হয়েছিলেন। উদ্যোগটি প্রশংসা কুড়ায় সাধারণ মানুষের। সম্প্রতি এখানে কোনো নায্যমূল্যের মালামাল বিক্রি না হওয়ায় এটি সাধারণ জনগণের সাথে প্রশাসনের একটি তামাশা বলে উল্লেখ করেন রিদুয়ান আহমদ, মানিক মিয়া ও জয়নুল আবেদীন নামের একাধিক ক্রেতা। তাঁরা মন্তব্য করেন, এই উদ্যোগটি চলমান রাখা উচিৎ ছিল।.

 .

সরজমিনে বৃহস্পতিবার ( ৩১ জুলাই) গিয়ে দেখা গেছে উম্মুক্ত টিনের চালাযুক্ত ন্যায্যমূল্যের দোকানে ১০ থেকে ১২টি মোটর সাইকেল পার্কিং করে রাখা হয়েছে। পাশের খালি জায়গায় অনেকেই আবার সবজী, পান ও ফলের দোকান বসিয়ে ব্যবসা-বাণিজ্য করছেন। এখানে আমের দোকান নিয়ে বসা ব্যবসায়ী শাহজাহান ও ইলিয়াস আলী’র সাথে কথা হলে তাঁরা জানান, আমরা খালি পেয়ে এখানে বসি, পেটের দায়ে আমরা পড়ে আছি। এই জায়গাটি আমাদের ব্যবসার জন্য স্থায়ী ভাবে স্থান করে দিলে ভালো হত।.

বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার ব্যবসায়ী বণিক কল্যাণ সমিতির সভাপতি মঈনুর রহমান জানান, বাজারের অবধৈ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান প্রশাসনের একটি প্রশংসণীয় কাজ ছিল। সাধারণ মানুষের দীর্ঘদিনে দাবী ছিল বাজার হকারমুক্ত, সরকারী ভুমি দখলমুক্ত করার। এটি তাঁরা করেছিলও কিন্তু সে সাফল্য প্রশাসন ধরে রাখতে পারেনি। আবার বে-দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের নজর দেওয়া উচিৎ।.

 .

এব্যাপারে বিশ্বনাথ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের জানান, বাজার দর অস্থিতিশীল হলে সরকারী নির্দেশনায় ন্যায্যমূল্যের বাজার পরিচালনা করা হয়। এখন যেহেতু বাজার স্থিতিশীল আছে তাই এই কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি যারা পুনরায় দখল ও মোটর সাইকেল পার্কিং করেছেন তাদের বিরুদ্ধে জনবল সংকটের কারণে দেখভাল করা বা ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি আমাদের নজরে রয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ