• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথ উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১৬ পিএম;
বিশ্বনাথ উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবী
বিশ্বনাথ উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবী
বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ অনিয়ম দুর্নীতি ও চরম  সেচ্ছাচারিতার অভিযোগ  এনে বিশ্বনাথ উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন এর অপসারণ  দাবী করেছেন এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবী জানান তারা। 
 
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ডাঃ দেলোয়ার হোসেন সুমন চরম দূর্ণীতিগ্রস্থ একজন লোক। হাসপাতালের সকল অব্যবস্থাপনার মূল হোতা তিনি।
 
 
তার বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও স্বাস্থ্য বিভাগ কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় আমরা হতাশ। তার সহযোগী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আলী আহমদকে অপসারণ করার দাবী জানান বক্তারা। তাদের অপসারণ করে দ্রুত স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্হ্য সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।
 
 
সমাবেশে থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  আগামী ৬ অক্টোবর উপজেলা সদরে মানববন্দন, ইউএনও বরাবরে স্বারকলিপি প্রদান এবং ৭ অক্টোবর সাংবাদিক সম্মেলনের কর্মসূচী পালন করা হবে।
 
 
বুধবার (১লা অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এর প্রবেশদ্বারে রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশির আহমদ।
 
 
সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষাবিদ এ কে এম হেকিম উদ্দিন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাউছার আহমদ তুলাই, যুবদল নেতা ইসলাম উদ্দিন, নেফুর আলী,  শ্রমিকদল নেতা সুন্দর আলী, তরুন সমাজসেবক আব্দুস শহিদ, সমাজসেবক ছামির আলী, রাজন খাঁন, ছাত্রনেতা শাহাব উদ্দিন।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার আকমল হোসেন শাহরিয়ার, কাজী মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলশাদ, রামপাশা বিএনপির নেতা রাজু মিয়া, সাধারণ সম্পাদক চমক আলী, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি তেরাব আলী, মুরব্বী হোসেন আলী, যুবদল নেতা  সুনা মিয়া, হাফিজুর রহমান, শিবির নেতা রাহেল মিয়া, ইয়ামিন আলী ও আতিক মিয়া প্রমুখ।
.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ