• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ইন্তেকাল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম;
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ইন্তেকাল
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ইন্তেকাল

৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন মুরব্বী আলহাজ্ব পংকি খান (৭৫) আর নেই। উপজেলাবাসীকে শোক সাগরে বাসিয়ে তিনি গতকাল শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।.

আলহাজ্ব পংকি খানের মৃত্যুর খবর বিশ্বনাথে আসার সাথে সাথে স্তব্দ হয় উপজেলার সর্বত্র। সদাহাস্য উজ্জল ব্যক্তিত্ব পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে। ছোট-বড় সকলেই প্রিয় মানুষের মৃত্যুর সংবাদ শুনে প্রথমেই দীর্ঘশ্বাস ছাড়ছেন। জনতার পংকি খান আর জনতার মাঝে নেই, ওই কঠিন বাস্তবতা মেনে নিতে একাধিক বার চিন্তা করতে হচ্ছে।.

আজ রোববার বেলা আড়াইটার সময় পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা (আলীয়া মাদ্রাসা) প্রাঙ্গনে মরহুম আলহাজ্ব পংকি খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে পংকি খানের মৃত্যুতে নিজের প্রতিষ্ঠিত আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী কর্তৃপক্ষ ৩ দিনের শোক প্রকাশ করেছেন।.

আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁর প্রিয়দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক-ধর্মীয়-ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াইহিয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, ও সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদ। . .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ