• ঢাকা
  • শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৬ পিএম;
বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নূরে আলম (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব।.

আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক। .

সিনিয়র এএসপি ফজলুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গতকাল রাতে মোহম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।.

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক। নিহত বিশ্বজিৎ একটি দর্জি দোকানের কর্মচারী ছিলেন।.

ওই ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।.

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মো. নূরে আলমসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪।.

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে খালাস এবং লিমনসহ ৪ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও পলাতক ছিলেন লিমন।. .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ