• ঢাকা
  • রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফুলবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৮ এএম;
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফুলবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফুলবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার ফুলবাড়ী ডায়াবেটিস এ- হাইপারটেনশন কেয়ার সেন্টারের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।.

সকাল সাড়ে ৯টায় পৌরশহরের ছোট যমুনা ব্রিজ সংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  প্রতিষ্ঠানটির পরিচালক সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. নূরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ হাশমী প্রমুখ। .

দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ হাশমী, ডা. ওয়ারেছাতুন আম্বিয়া ও ডা. মো. রিজভী ইসলাম। এতে প্রায় দুইশতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ