• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিরোধ নিষ্পত্তিতে দ্বিতীয় ধাপের ইউপি ভোটের ট্রাইবুনাল গঠন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম;
বিরোধ নিষ্পত্তিতে দ্বিতীয় ধাপের ইউপি ভোটের ট্রাইবুনাল গঠন
বিরোধ নিষ্পত্তিতে দ্বিতীয় ধাপের ইউপি ভোটের ট্রাইবুনাল গঠন

দ্বিতীয় ধাপে ৮৫৩  টি   ইউনিয়ন পরিষদ ইউপি ভোটের নির্বাচন সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইসি -- ইউপি চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের নির্বাচন সংক্রান্ত দরখাস্ত আপিল গ্রহণ নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা হবে ‌। বুধবার ১৭   নভেম্বর২০২১  ইসির উপসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে ৮৫৩  টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্যদের নির্বাচন সংক্রান্ত দরখাস্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি সিনিয়র সহকারী জজ এর সমন্বয়ে নির্বাচনী ট্রাইবুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে নির্বাচনী আপীল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার আইন ২০০৯  এর ধারা  ২৩ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে দ্বিতীয় ধাপে ৮৫৩ টি  ইউপি নির্বাচনের সকল বিরোধ নিষ্পত্তি করতে ট্রাইবুনাল গঠন করা হয়েছে ।.

স্থানীয় সরকার আইন অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ ৩০  দিনের মধ্যে নির্বাচন নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার প্রার্থনা করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে ।এবং সেভাবে কোনো মামলা দায়ের করা হলে নির্বাচন ট্রাইবুনাল মামলা দায়ের করার তারিখ ১৮০  দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। নির্বাচন ট্রাইব্যুনালের রায় কোন ব্যক্তি হলে সেই ব্যক্তি রায় ঘোষণার তারিখ হতে ৩০  দিনের মধ্যে নির্বাচন আপীল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন সেভাবে কোনো আপিল দায়ের করা হলে নির্বাচন আপীল ট্রাইব্যুনাল আপিল দায়ের হওয়া তারিখ হতে ১২০  দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে-  নির্বাচন আপিল ট্রাইব্যুনালের রায়ে চূড়ান্ত বলে গণ্য হবে।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান  চট্টগ্রাম ব্যুরো চিফ 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ