
আজ ২২ জুন সকাল ৮ ঘটিকায় মোছাঃ বৃষ্টি (১৩) নামের এক গৃহকর্মী তার মালিকের বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে চলে যায়। মোছাঃ বৃষ্টির পিতার নাম মৃত বাবুল, সাং পূর্ব বেতাগী ২নং ওয়ার্ড, গাজীবাড়ী, বেতাগী থানার বরগুনা জেলার বাসিন্ধা। বৃষ্টি একদিন আগে গতকাল ২১/০৬/২০২৫ইং তারিখে ঢাকা জেলার ভাটারা থানাধীন কুড়িল মেম্বার বাড়ী মোঃ আব্দুল করিমের বাসায় কাজ করার উদ্দেশ্যে এসেছিলো। যাওয়ার সময় তার পরনে লাল রংয়ের সালোয়ার কামিজ পরিহিত ছিলো, বয়স আনুমানিক ১৩ গায়ের রং হালকা ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা ৪ ফিট। তাকে অনেক খোজাখোজির পর না পেয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে, জিডি নং ১৭২০ তারিখ ২২/০৬/২০২৫ইং।.
.
উক্ত মেয়েটির কোন সন্ধান পাইলে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। .
মোঃ আব্দুল করিম ০১৭১৩-৫৭৯৬৫৭, এসআই মোঃ নেছার উদ্দিন ০১৭০৮-৩৯৩০৯৬. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: