• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ভারতে ফেরত গেলো খাদিজা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম;
বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ভারতে ফেরত গেলো খাদিজা
বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ভারতে ফেরত গেলো খাদিজা

জয়পুরহাট প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুত্র ধরে প্রেম, অতঃপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করা ভারতীয় এক নারীকে অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়রা ভুইডোবা সীমান্ত দিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।.

 .

ভারত ফেরত যাওয়া নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকমামদী মহিপুর গ্রামের মৃত দিদার মন্ডলের মেয়ে মোছাঃ খাদিজা বিবি (৩০)।.

 .

খাদিজা বলেন, জয়পুরহাট শহরের রমজান মন্ডলের ছেলে আল-আমিনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ভারত ছেড়ে বাংলাদেশে এসে আল-আমিনের বাড়িতে যাই। প্রায় ৬'মাস তার সঙ্গে ঘর সংসারও করি। সরকারিভাবে আমাদের বিয়ের কাবিন না হলেও ইসলামী শরিয়ত মতে হয়েছে। কিন্তু আমার ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হবে ভেবে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমার বড় ভাইয়ের মাধ্যমে ভুইডোবা সীমান্তের এক যুবকের মাধ্যমে যোগাযোগ করে গত সোমবার আল-আমিন কাজের জন্য বাহিরে গেলে আমি বাড়ি থেকে পালিয়ে সীমান্তে চলে আসলে বিজিবি আমাকে আটক করে।.

খাদিজা আরো বলেন, আমার ১৪ বছরের ১'ছেলে ও ৭ বছরের ১'মেয়ে সন্তান আছে। স্বামী মমতাজ মন্ডলের সঙ্গে আমাদের সাংসারিক জীবনে প্রায় ঝগড়া হতো এক সময় আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে সে।.

বিজিবি জানিয়েছে, পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ নং পিলার এলাকা দিয়ে খাদিজাকে উভয় বাহিনীর সদস্যর উপস্থিতিতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান সহ উভয় বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ