• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাড়িয়ে আছে তানিয়া রব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম;
বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাড়িয়ে আছে তানিয়া রব
বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাড়িয়ে আছে তানিয়া রব

নাসির মাহমুদ(লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি জোটের প্রার্থী তানিয়া রব.

 .

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে চর মার্টিন ইউনিয়ন জেএসডির আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে।.

 .

তানিয়া রব বলেন, “ফ্যাসিস্টকে তাড়িয়েছে এদেশের ছাত্র জনতা, কোনো বিশেষ দল নয়। বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাঁড়িয়ে আছে। এই সুতাটা যদি ছিড়ে যায়, তাহলে দেশ কোথায় গিয়ে পড়বে, একবার আমাদের ভাবতে হবে।”.

 .

তিনি বলেন, “আমাদের অনেক আলোচ্যসূচি ও কাজ বাকি রয়েছে। সেটা কি বিচ্ছিন্নতা, ভিন্নতা ও প্রতিহিংসা দিয়ে হবে? যদি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন পার করতে পারি, তাহলে দেশের জন্য একটি স্থিতিশীল অবস্থান তৈরি হবে। এজন্য প্রয়োজন আদর্শিক ও নৈতিক ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।”.

তানিয়া রব আরও বলেন, “এখন আমাদের সকলের উচিত ড. মুহাম্মদ ইউনুসের হাতকে শক্ত করা এবং সরকারের কাজকে এগিয়ে নেওয়া। আমরা যে জুলাই সনদ করেছি, এটি একটি ঐতিহাসিক কাজ। বহু পুরোনো বিধি-বিধানের সংস্কার করা হয়েছে এতে। এখন কেউ কেউ জুলাই সনদকে নিয়ে বিরূপ মন্তব্য করছে— অথচ এটি আমাদের দীর্ঘ পরিশ্রমের ফল। পরবর্তী সংসদে ভোটের মাধ্যমে এই সনদকে কার্যকর করা হবে।”.

স্থানীয় বিএনপির একটি অংশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আপনাদের নেতা আ স ম আবদুর রবের সম্মানে লক্ষ্মীপুর-৪ আসন খালি রেখেছে। সেখানে বিএনপি জোটের প্রার্থী হিসেবে আমার নাম দেওয়া হয়েছে। আমি কাজ শুরু করেছি। তাহলে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।”.

রামগতি-কমলনগরের উন্নয়ন প্রসঙ্গে তানিয়া রব বলেন, “আ স ম আবদুর রবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি এসেছি। তার হাত ধরেই আমরা রামগতি-কমলনগরে সুশাসন প্রতিষ্ঠা করবো। এই অঞ্চলকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করবো, নারীদের চলাচল হবে নিরাপদ, পুলিশ নির্বিঘ্নে দায়িত্ব পালন করবে— এমন পরিবেশই আমরা গড়তে চাই।”.

তিনি বলেন, “এই যে মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছিল, সেটি ৫ আগস্টের পর বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো? সরকারি বরাদ্দের কাজে স্থানীয় নেতাদের সহযোগিতা করা উচিত ছিল। বরং কেউ কেউ চাঁদা দাবি করে কাজ বন্ধ করছে। আমরা এই চাঁদাবাজি বন্ধ করতে চাই।”.

তিনি আরও বলেন, “ভোট ডাকাত পালিয়েছে — এই শব্দটা দিয়েছেন আ স ম আবদুর রব। এখন আমরাও যদি সেই চরিত্র ধারণ করি, তাহলে মানুষের মন জয় করবো কীভাবে?”.

সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি.

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ স ম আবদুর রবের ছোট ছেলে সালমান বিন রব, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ বাবুল, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক।.

সভায় উপস্থিত ছিলেন জেএসডি নেতা শহীদ ফরাজিআমজাদ হোসেনডা. সবুজআবুল খায়েরমাহমুদুর রহমান বেলালআক্তার হোসেনসবুর খান ও আবুল বাছেত খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।.

এর আগে তানিয়া রব চর কালকিনি ইউনিয়নের ৮টি স্থানে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় তিনি নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ‘তারা’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।.

 .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ