• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বনাঞ্চল থেকে লোকালয়ে বন্যপ্রাণী হাতী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৯ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৫৯ এএম;
বনাঞ্চল থেকে লোকালয়ে বন্যপ্রাণী হাতী
বনাঞ্চল থেকে লোকালয়ে বন্যপ্রাণী হাতী

কক্সবাজার উত্তর বন বিভাগ  এর ফা‌সিয়াখালী রে‌ঞ্জের মা‌নিকপুর বি‌টের অ‌ধি‌ক্ষেত্রাধীন সুরাজপু‌রে ১৮-২০ টি হা‌তি অবস্থান ক‌রে যা‌র ম‌ধ্যে ২/৩ টি বাচ্চা হা‌তিও ছি‌লো । গতকাল বনাঞ্চল থে‌কে লোকাল‌য়ে চ‌লে আ‌সে .

হা‌তিগু‌লো। ফা‌সিয়াখালী রে‌ঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী রেঞ্জ কর্মকর্তাসহ সকল বনকর্মী‌দের দুই‌দিনের অক্লান্ত প‌রিশ্র‌মের পর অব‌শে‌ষে হা‌তিগু‌লো ব‌নে ফি‌রি‌য়ে দি‌তে সক্ষম হ‌য়ে‌ছে বন কর্মীগণ। আজ বি‌কে‌লে হা‌তি‌দের অবস্থান ও সা‌র্বিক বিষ‌য়ে দিক নি‌র্দেশনার জন্য উপ‌স্থিত ছি‌লেন জনাব মোঃ তহিদুল ইসলাম, বিভাগীয় বন কমর্কতা,কক্সবাজার উত্তর বন বিভাগ, জনাব রফিকুল ইসলাম চৌঃ, বিভাগীয় বন কর্মকতা,বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,চট্রগ্রাম, জনাব ‌মোহাম্মদ সোহেল রানা,সহকারী বন সংরক্ষক, ফুলছড়ি ম‌হোদয়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বন্যপ্রাণী রক্ষায় আমরা সক‌লের সহ‌যো‌গিতা কামনা কর‌ছেন কক্সবাজার উত্তর বন বিভাগ।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ