• ঢাকা
  • বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুুলবাড়ীতে মিনা দিবস পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৭ পিএম;
ফুুলবাড়ীতে মিনা দিবস পালিত
ফুুলবাড়ীতে মিনা দিবস পালিত

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ শীর্ষত প্রতিপাদ্যকে সাসনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার মিনা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রা বের করা হয়।
   শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।  এতে প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক শ্যামলী আক্তার, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ