• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ২২৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম;
ফুলবাড়ীতে ২২৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান
ফুলবাড়ীতে ২২৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান

দিনাজপুরের ফুলবাড়ীতে তোফাজ্জল মরিয়ম সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এসএসসি এইচএসসি ও সমমাণ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত উপজেলার ২২৫ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।.

বিকাল ৫টায় টিএম হেলথ কেয়ার চত্বরে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএম হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) প্রকৌশলী মোশাররফ হোসেন বাবু, বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন গ্রীনল্যান্ড মডেল স্কুলের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন ম-ল , টিএম হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক আলহাজ্ব মরিয়ম বেগম, পরিচালক সহকারী অধ্যাপক মো. সাদেকুল ইসলাম সাদেক, পরিচালক সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান মাসুদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক মাসুমা পারভিন বেবি, টিএম হেলথ কেয়ারের পরিচালক শিরিন আক্তার, সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, অভিভাবক প্রতিনিধি সাগরিকা চৌধুরী প্রমুখ।.

শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ২২৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন টিএম হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) প্রকৌশলী মোশাররফ হোসেন বাবুসহ অতিথিদ্বয়।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ