
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব বড়দিন পালন করা হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে নানারুপে সেজেছে খ্রিষ্টান পল্লীগুলো। ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কদবী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, শুভ বড়দিনের একটি প্রার্থনা করেন। ঈশ্বর যীশুর কাছে তিনি যেন বিশ্ববাসীকে করোনা মহামারী থেকে সকলকে রক্ষা করেন।.
সকলকে শুভ বুদ্ধি দানের মাধ্যমে বিশ্ববাসীকে মানব প্রেমে উদ্বুদ্ধ করেন। এদিকে উপজেলার পুখুরীএসডিএ চার্জে খ্রিষ্ট ধর্মের নারী-পুরুষদের প্রার্থনা পরিচালনাসহ ধর্মীয় আলোচনা করেন নরেশ মারান্ডি। অপরদিকে পুখুরী কামারপাড়া ক্যাথলিক চার্জে প্রার্থনা পরিচালনা করেন পালক ফান্সিস মুর্মু। প্রার্থনা শেষে নারী-পুরুষ সমন্বয়ে বড়দিন উপলক্ষে নিজস্ব সংস্কৃতিতে বাদ্যবাজনা নিয়ে গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন যোতিন মার্ডী, রবেন হেমব্রম, মেরিনা হেমব্রম, বিটিয়া কিস্কু, বাসন্তি কিস্কু, বিবিয়ানা মার্ডী, ডলি কিস্কু, কাজলী মার্ডী, মনিকা হেমব্রম প্রমুখ।.
জানা যায়, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ১১টি গির্জা ও চার্জে বড়দিনের প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীগুলোকে নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। বাসাবাড়ী সাজানো হয়েছে নিজস্ব রংতুলির আচড়ে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছে পরিবারের সকলে। গ্রামে গ্রামে চলছে উৎসবের আমেজ। এটি চলবে অন্তত সপ্তাহ জুড়ে এমনটি বলছেন খ্রিষ্টধর্মালম্বীরা।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী প্রতিনিধি
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: