• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম;
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।.

উপজেলা মৎস্য দফতরে উদ্যোগে সকাল ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে দেশিয় মাছের পোনা অবমুক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।.

এতে প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান শিক্ষক এনামুল হক, ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম।.

এছাড়াও বক্তব্য রাখেন মৎস্য চাষি শিবলি নোয়ানী প্রমুখ। শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষির মাঝে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।.

এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, মৎস্য চাষিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ