• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম;
ফুলবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা
ফুলবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা

দিনাজপুরের ফুলবাড়ীতে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের উদ্যোগে স্কুল পর্যায়ে ‘ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীই কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।.

বিএমজে ও নেটজ বাংলাদেশের যৌথ অর্থায়নে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি।.

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।.

এছাড়াও উপস্থিত ছিলেন প্রসপেক্ট প্রকল্পের এরিয়া কো-অডিনেট এসএম তরিকুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর শামিমা নাসরিন, শাহানাজ বেগম,  দেলোয়ার হোসেন প্রমুখ। শেষে আয়োজিত ‘ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীই কারণ’ শীর্ষক বিতর্ক, রচনা ও চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই ও পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ