
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ২০ জন পত্রিকা হকারের মাঝে টি-শার্ট ও একজন নারী পত্রিকা হকারের মাঝে গাউন কাপড় বিতরণ করা হয়েছে।.
গত সোমবার বিকেল ৫ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখা কালের কণ্ঠ শুভসংঘ উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরী সহযোগিতায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।.
এতে ফুলবাড়ী শাখার শুভসংঘের উপদেষ্টা আনোয়ার সাদাত মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মো.আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, দিনাজপুর জেলা শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম, কার্যকরী সদস্য রতন ইসলাম, আলামিন হোসেন, আজিজুল ইসলাম, লিমন হক, নাসরুল ইসলাম, বিপুল হোসেন, রুদ্র, রোহান, নাইম ইসলাম, আশিক ইসলাম, মুরাদ ইসলাম, াকিল ইসলাম, আরাফাত সানি, শাকিব, আদর বাবু, শামিম, সেলিম রেজা, রাহুল ইসলাম প্রমুখ।.
শেষে আনুষ্ঠানিকভাবে ২০ জন পত্রিকা হকারকে টি-শার্ট ও একজন নারী পত্রিকা হকারকে গাউন কাপড় তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।.
উল্লেখ্য, অক্টোবর মাসকে তালবীজ বপন কর্মসূচি ঘোষনা করে উপজেলা শাখার শুভসংঘের বন্ধুরা। মহিলা হকার আরজু আক্তার বলেন, আমি কোনদিন ধারনা করতে পারি নাই। আমাকে হঠাৎ করে এভাবে কাপড় দেওয়া হবে। এসময় তার মেয়ের লেখা পড়া করার জন্য শুভসংঘ থেকে মাসিক বৃত্তির ব্যবস্থা করা হবে ঘোষণা দেন কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।.
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মো.আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরী বলেন, আমি শুভসংঘের সকল ভালো কাজে পাশে থাকব। আগামী নভেম্বর মাসে ফুলবাড়ী হকারদের জন্য দুইটি সেলাই মেশিন দিবো। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু বলেন, শুভসংঘ যে এভাবে সমাজে ভালো কাজগুলো এবং অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করছে। এজন্য শুভসংঘ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: