ফুলবাড়ীতে আইবিডাব্লিউএফ এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম;
ফুলবাড়ীতে আইবিডাব্লিউএফ এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) ; “টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত (১০ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১টায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের (সাউদিয়া মার্কেট)-এর দ্বিতীয় তলায় ক্যাফে অর্কিডে এই ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আইবিডাব্লিউএফ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি চৌধুরী মো. খয়রাত হোসাইন সামাদী।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আই, বি, ডাব্লিউ, এফ-এর সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই.বি.ডাব্লিউ.এফ ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা এবং ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা হাবিবুর রহমান, আই.বি.ডাব্লিউ.এফ-এর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, আই, বি, ডাব্লিউ, এফ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান মন্ডল, সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান বাদল। এসময় ফুলবাড়ী উপজেলার শতাধিক ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: