
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।.
এতে সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ সভাপতি দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হারুন উর রশিদ, সহ সভাপতি মুভি বাংলা প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক পত্রালাপের ফুলবাড়ী ব্যুরো আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন প্রতিনিধি রাশেদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক দৈনিক আমাদের কণ্ঠ প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চান্দা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, পাঠাগার সম্পাদক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক দেশ মার ফটো সাংবাদিক কাজী আব্দুল খালেক প্রমুখ।.
শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ :-
আপনার মতামত লিখুন: