• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফসলি জমিতে ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্য অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম;
ফসলি জমিতে ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্য অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যু
ফসলি জমিতে ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্য অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যু

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে ২০ টি গরুর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গৃহস্থরা। গৃহস্থদের অভিযোগ এলাকায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যরে কারণে মারা যাচ্ছে গরুগুলো।  ঘটনাটি উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এবং পাশর্^বর্তী বেতদীঘি ইউনিয়নের মহেশপুর গ্রামে ঘটেছে। .


স্থানীয়রা জানান, বাসুদেবপুর পাকড়ডাঙ্গা গ্রামে (ফুলবাড়ী-মাদিলাহাট সড়ক) সড়কের পাশে আবাদি জমিতে তৈরি করা হয় ব্যাটারি কারখানা। সেখানে পুরোতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো পুনরায় ব্যবহার যোগ্য করা হচ্ছিল। ওই কারখানার বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে আশপাশের জমির ঘাষ ও খড় খেয়ে অসুস্থ হয়ে পড়ছে পালিত গরু। পরে শ^াসকষ্ট ও পেট ফেঁপে কাঁপানী রোগ ধরছে। দুই একদিন এমন যন্ত্রণার পর মারা যাচ্ছে গরুগুলো। .


সরেহজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় গরু মারা যাওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে কারখানাটি ভেঙে ফেলেন কারখানার মালিক প্রভাষক দুলাল হোসেন।
দক্ষিন বাসুদেবপুর গ্রামের ফয়জুর রহমান মুকুল বলেন,  গতকাল বৃহস্পতিবার তার পালিত বাছুরসহ ২টি গরু মারা গেছে। এর আগে ৩০ নভেম্বর তার আরো ৩টি গরুর মৃত্যু হয়েছে। একইভাবে গত ২৭ নভেম্বর একই গ্রামের বাদশা মিয়ার দুটি গরু, সোহেল রানার ১টি ও হাফিজের ১টি গরুসহ ওই গ্রামে গত সাতদিনে প্রায় ১০ টি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।.


মহেষপুর গ্রামের বাসিন্দারা বলেন, ওই গ্রামের জাকিরের ১টি, শফিকুলের ১টি, বেলালের ১টি, মুক্তারের ২টি, মজিবরের ২টিসহ ওই গ্রামের ১০টি গরু মারা গেছে। এ নিয়ে দুই গ্রামের প্রায় ২০টি গরুর মৃত্যু হয়েছে। এই ভাবে একের পর এক গবাদি পশুর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে গ্রামের সাধারণ কৃষকরা। 
ক্ষতিগ্রস্থ গৃহস্থরা জানান, মাঠের মধ্যে একটি অস্থায়ী ব্যাটারি কারখানা তৈরি করার পর থেকে ওই মাঠে চলাচলকরা গরু গুলোর এই সম্যসা দেখা দিচ্ছে। এছাড়া পশু চিকিৎসকরা ব্যাটারীতে ব্যবহৃত শিশার বিষক্রিয়ার কারণে গরু গুলোর মৃত্যু হতে পারে বলে শঙ্কা করছেন। এঘটনায় বর্তমানে ওই এলাকার অনেক গরু এখোনো অসুস্থ অবস্থায় রয়েছে। কেউ কেউ আতঙ্কে গরু বিক্রি করে দিচ্ছেন।  
কারখানা অবস্থিত ওই জমির সত্ত্বাধিকারী প্রভাষক দুলাল হোসেন বলেন, ব্যাটারি কারখানার জন্য জমিটি ভাড়া দেয়া হয়। বেশ কিছু দিন আগে এলাকাবাসীর অভিযোগে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। গরু মারা যাওয়ার বিষয়ে তিনি বলেন, অল্প কয়েকেটি গরু মারা গেছে। কারখানার কারণে তেমন ক্ষতি হওয়ার কথা না। বিভিন্ন রোগের কারনেও গরু গুলো মারা যেতে পারে। .


উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, খবর পেয়ে সরেজমিনে দেখা গেছে সেখানে একটি ব্যাটারী কারখানা রয়েছে। পাশেই কারখানার বর্জ্য ফেলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে যে গরু গুলো ঘাস অথবা খড় খেয়েছে বিষক্রিয়ার কারণেই ওই গরু গুলোর মৃত্যু হয়েছে। জয়পুরহাট থেকে আমাদের একটি বিশেষ টিম আসছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবেবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত ওই এলাকায় আমাদের একটি বিশেষ তদন্ত টিম যাবে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ