পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে জেলা প্রশাসক
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বুধবার, ২৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম;
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে জেলা প্রশাসক
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন পল্লী এলাকার অবকাঠামোর উন্নয়ন আমাদের কাজ করতে হবে। পিছিয়ে পড়া ইউনিয়ন মাটিভাংগা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠ বালু ভরাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি আরো বলেন, নাজিরপুরের ইউএনও এসিল্যান্ড আপনাদের খোঁজখবর রাখবেন এবং অবকাঠামোমূলক উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন তারা সেগুলো করবে।
তিনি আজ বুধবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া হতে মধ্য বাণীয়ারী ৪ কিমি. রাস্তা ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুরের এসিল্যান্ড কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপির আহমেদ কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপি'র আহ্বান কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম প্রমুখ।
উল্লেখ্য, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে তারাবুনিয়া হতে মধ্য বাণীয়ার ৪ কিলোমিটার রাস্তা আমি সব ডিলিট ব্যক্তিগত উদ্যোগে ইটের খোয়া লোকাল বালি দিয়ে প্রথম স্তরের লেয়ার এর কাজ সম্পন্ন করেছেন।
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: