নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ): বাঙালির প্রিয় মাছ ইলিশ রক্ষায় সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (২৫ অক্টোবর) শনিবার রাত ১২টায়। নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনায় নামতে প্রস্তুত হাজারো জেলে। নদীপাড়ের ঘাটগুলোতে এখন জেলেদের প্রস্তুতি ও ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে।.
গত ৩ অক্টোবর রাত ১২টা থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলাকালীন বেশিরভাগ জেলে মাছ ধরা বন্ধ রাখলেও, অভিযোগ রয়েছে—রামগতি উপজেলা মৎস্য অফিসের একাংশ ও বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির কিছু সদস্য ঘুষ নিয়ে মা-ইলিশ নিধনের সুযোগ দিয়েছে। নৌকা প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে অবৈধভাবে মাছ ধরার অনুমতি দেওয়া হয় বলে অভিযোগ করেছে কয়েকজন জেলে। এতে সরকারি নির্দেশনা মানা হলেও নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।.
এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেপল্লীগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ জাল বুনছে, কেউ নৌকা ধুয়ে-মুছে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে। আলেকজান্ডার, টাংকিরঘাট, গাবতলী ও লুধুয়া ঘাটে চলছে জেলেদের ব্যস্ততা।.
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে ১৪ হাজার ৯৮ জন এবং রামগতিতে ২০ হাজার ৩৬০ জন নিবন্ধিত জেলে রয়েছে। দুই উপজেলায় মোট জেলে সংখ্যা ৩৪ হাজার ৪৫৮ জন।.
মৎস্য কর্মকর্তা তুর্য সাহা ও সৌরব-উজ জামান জানান, “নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হয়েছে। অভিযানের ফলে আগামীতে ইলিশ উৎপাদন আরও বাড়বে।”.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: