সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের (১২ ডিসেম্বর ২০২৪ ) বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি দলের কাছে বিনীত ভাবে আবেদন করে রাখেন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় তাকে যেন দলে ফিরিয়ে নেয়। সেই জায়গা থেকে দল সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের পূর্বের বিএনপির নিবেদিত কর্মী হিসেবে রাজ পথের আত্ম ত্যাগ এবং অতীতে স্বৈরাচার আওয়ামীলীগ এর আমলে দলের হয়ে অসংখ্য বার জেল জুলুম অত্যাচারের স্বীকার হওয়া। দল সব দিক বিবেচনা করে গেল বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ ) বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুসারে ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজ কে বলেন , আমি স্বৈরাচার আওয়ামী লীগের সময় দলের দুঃসময়ে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। আমার বিরুদ্ধে নাশকতাসহ ৭৬ টি মামলা দেয়া হয়েছিলো। সেই মামলায় একাধিকবার জেল খেটেছি। দল আমাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ও সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: