• ঢাকা
  • শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নবীনগরে ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪৫ পিএম;
নবীনগরে ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
নবীনগরে ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে একটি ধান ক্ষেত থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, তারা এসে লাশটি উদ্ধার করে।.

 .

 .

​মৃত যুবকের পরিচয় জানা গেছে। তিনি হলেন সোহেল, যার পৈতৃক নিবাস কাজুলিয়া গ্রামে। তার বাবার নাম মলাই মিয়া এবং তাদের বাড়ি মেরকুটা সড়কপাড় এলাকায়।.

​স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।.

​ঘটনাস্থলে উপস্থিত নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।. .

ডে-নাইট-নিউজ / Roman Khan

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ