• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দৈনিক “আজকের আলোকিত সকাল” এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৩১ পিএম;
দৈনিক “আজকের আলোকিত সকাল” এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক “আজকের আলোকিত সকাল” এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

“জোরপূর্বক জমি দখল করে কোটিপতি সোবাহান, অভিযোগ ভুক্তভোগীর” এই শিরোনামে ২৫ মে, ২০২২ ইং তারিখে দৈনিক “আজকের আলোকিত সকাল” পত্রিকার দ্বিতীয় পাতার প্রথম কলামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি ও গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবাহান। সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি প্রচার করা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে, আব্দুস সোবাহান গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় নুরুল হক নামক জনৈক ব্যক্তির ৭২ শতাংশ জমি ভাড়া নেন। পরবর্তীতে সেই সময় পেরিয়ে গেলেও তিনি তা জমির মালিককে ফেরত না দিয়ে জোরপূর্বক দখল করে রেখেছেন। প্রকাশিত এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত বলে অভিযোগ করেন আব্দুস সোবাহান।.

প্রতিবাদলিপিতে তিনি বলেন, 'গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ' প্রথমে ২০০৫ সালে নুরুল হকের কাছে স্ট্যাম্পমূলে ৭২ শতাংশ জমি ভাড়া নেন। পরবর্তীতে ২০১৬ সালে স্ট্যাম্পমূলে চুক্তি অনুযায়ী মাসিক ভাড়া প্রদানসহ ৫০ লাখ টাকা জামানতের মাধ্যমে এবং বাজার নির্মাণ বাবদ দুই কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ৩ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সদস্যদের অর্থায়নে ১০ বছরের জন্য চুক্তিব্ধ হন জমির মালিকের দ্বিতীয় স্ত্রী শাহনাজ পারভীন। জমির মালিক নুরুল হক ওরফে নুরু হাজীর আমমোক্তার নামা মূলে স্বত্বাধিকারী হওয়ার পর শাহনাজ পারভীনের সঙ্গে সোবহানের চুক্তিবদ্ধ দলিল হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ শেষে হলে জামানত ও বাজার নির্মাণ বাবদ সোবাহানের ব্যয়কৃত অর্থের অবশিষ্ট পাওনা টাকা ফেরতপূর্বক জমির মালিক জমির দখল বুঝে নিতে পারবেন। আব্দুস সোবাহান অভিযোগ করে বলেন, ১০ বছরের মেয়াদ এখনো পূর্ণ না হলেও নুরুল হক ওরফে নুরু হাজী ইতোপূর্বে দফায় দফায় আব্দুস সোবাহানকে ওই বাজার থেকে উচ্ছেদ করার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন শ্রমিক নেতা আব্দুস সোবাহান।.

ইতোপূর্বে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন মূলধারার গণমাধ্যমে নুরু হাজীর এই সন্ত্রাসী অপচেষ্টার বিরুদ্ধে সংবাদও প্রচারিত হয়েছে, যার কপি এখনো সংরক্ষিত রয়েছে তার কাছে। তিনি বলেন, সন্ত্রাসী কায়দায় সফল না হয়ে বর্তমানে গণমাধ্যমকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে সাধারণ মানুষ ও প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন নুরু হাজী। এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান আব্দুস সোবাহান। পাশাপাশি উল্লিখিত সংবাদে তার ব্যাপারে কটু ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে যা কোনো গণমাধ্যমকর্মীর ভাষা হতে পারে না বলে অভিযোগ করেন তিনি। “এ ধরনের মিথ্যা, বানোয়াট, আপত্তিকর ভাষায় কাউকে হেয় প্রতিপন্ন করা কখনো গণমাধ্যমের ভাষা হতে পারে না, বরং এটা সুস্পষ্ট তথ্যসন্ত্রাস”, উল্লেখ করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আব্দুস সোবাহান। পাশাপাশি প্রকাশিত সংবাদের ভুল সংশোধন করে সঠিক তথ্য উপস্থাপনে উক্ত প্রতিবেদক ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও উচ্চারণ করেন আব্দুস সোবাহান।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ