• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে সেনাবাহিনীর টহল পরিদর্শণ ও প্রশাসনের সাথে মতবিনিময় করলেন জিওসি,


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০২ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:৪৩ পিএম;
ঝিনাইদহে সেনাবাহিনীর টহল পরিদর্শণ ও প্রশাসনের সাথে মতবিনিময় করলেন  জিওসি,
ঝিনাইদহে সেনাবাহিনীর টহল পরিদর্শণ ও প্রশাসনের সাথে মতবিনিময় করলেন জিওসি,

ঝিনাইদহে ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় করেন ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। তিনি আজ সোমবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সেনা সদস্যদের করোনাকালে টহল কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন।এ সময়  তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও পৌরসভা মেয়র আলহাজ্ব  সাইদুল করিম মিন্টুর সাথে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে জেলা প্রশাসক ঝিনাইদহের করোনা সংক্রমণের বিষয়ে বিস্তারিত অবহিত করেন। পরে জিওসি টহলরত সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় এবং করোনাকালীন লকডাউন বাস্তবায়নে সম্মূখ সারির সেনা সদস্যদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, কোভিড ১৯ সংক্রমণরোধে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তার উদ্দেশ্যে গত ১ জুলাই হতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময়ে ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ ঝিনাইদহ জেলায় নিয়মিত টহল পারিচালনা করছেন। টহল পরিচালনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারির কারনে ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদানও করেছে।পরিদর্শনকালে মেজর জেনারেল মো: নুরুল আনোয়ারের সাথে আরও উপস্থিত ছিলেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মনোয়ার হোসেন খান, অধিনায়ক ২ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে.কর্নেল মো: মোর্শেদুল হাসান। তিনি ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পৌছানোর পর জেলা  প্রশাসক মো: মজিবর রমান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জনান এবং ঝিনাইদহের ইতিহাস সমৃদ্ধ একটি বই উপহার দেন। সেসময় জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম জেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম (আইসিটি) সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ