• ঢাকা
  • শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে গণটিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:৫৬ পিএম;
গণটিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন
গণটিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন

সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে গণটিকা দেওয়ার কার্যক্রম।আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে গণটিকা দেওয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ সময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমসহ স্বাস্থ্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ টিকা কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম হিরণ।এ দিকে স্বাস্থ্যবিভাগের পক্ষথেকে জানানো হয়েছে, সর্বনিম্ন ২৫ বছর বয়স পর্যন্ত শত শত নারী সামাজিক দুরত্ব বজায় রেখে টিকা গ্রহন করতে পারবেন স্ব-স্ব ওয়ার্ড ও এলাকাতে।গণটিকা শুরু হওয়া এ কর্মসুচি আজ শনিবার থেকে ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার তিন শতাধিক টিকাদান কেন্দ্রে ৪৩ হাজার ২শত মানুষের মাঝে এ টিকা প্রদান করা শুরু হয়েছে।অনুষ্ঠানে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মকর্তারা জানান, টিকাদান কর্মসূচি শেষ না পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে ।.

 . .

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ