• ঢাকা
  • শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয়পুরহাটে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম;
জয়পুরহাটে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

 জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাটের পাঁচবিবি পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেট সাইদার ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও  হামলার প্রধান আসামি শফিকুল মেম্বারসহ জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।.

 .

শনিবার (২৭ সেপ্টেম্বর) পাঁচবিবি পৌর প্রেসক্লাবের উদ্যোগে শহরের পাঁচ মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।.

 .

মানববন্ধনে অংশ নেন পৌর প্রেসক্লাব, পাঁচবিবি প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।.

 .

মানববন্ধন শেষে পৌর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে বক্তৃতা করেন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী,  পৌর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরোদ্দোজা সবুজ, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সদস্য ও প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক মতিউর রহমান, সাকিব হোসেন, মামুনুর রশিদ বাবু, মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আকতার হোসেন বকুল, সন্ত্রাসী হামলায় আহত পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলামসহ অন্যরা।.

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হামলার মূল আসামী শফিকুল মেম্বারকে এখনো গ্রেফতার করতে পারেনি পাঁচবিবি থানা পুলিশ। আসামীরা নানা ভাবে হুমকি -ধামকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে শফিকুল মেম্বারকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।.

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ধরঞ্জী ইউপি সদস্য শফিকুল নানাভাবে সাইদার ইসলামের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে সাইদার ইসলামকে হাত-পা ভেঙ্গে দেয়াসহ স্কুলে যেতে দেয়া হবে না মর্মে হুমকি দিয়ে আসছিল ওই মেম্বার। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর শফিকুল মেম্বার ও তার ছেলে রাকিবসহ ৪/৫ জন বিদ্যালয় চলাকালে সাইদার ইসলামের উপর রড ও লাঠি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সাইদারকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা ও পাঁচবিবি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ