• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয়পুরহাট চিনিকলে নবনির্বাচিত শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দকে সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৬ পিএম;
জয়পুরহাট চিনিকলে নবনির্বাচিত শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দকে সংবর্ধনা
জয়পুরহাট চিনিকলে নবনির্বাচিত শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দকে সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানাতে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের বয়লিং হাউজ চত্বরে এক আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।.

 .

অনুষ্ঠানের ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী আকতার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন সহ জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাদু, সাংগঠনিক সম্পাদক মোঃ জুবাইর পারভেজ মুরাদ, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল কাদের, ও প্রচার সম্পাদক মোঃ আনিছুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার  সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়।.

 .

অনুষ্ঠানের ফেডারেশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা তার বক্তৃতায় বলেন “চিনিকলকে টিকিয়ে রাখতে হলে আখ রোপণের কোনো বিকল্প নেই। শ্রমিক-কর্মচারীরা নিজেরা আখ রোপণ করবেন এবং চাষিদেরও এতে উৎসাহিত করবেন। আপনাদের বেতন দেওয়ার বিষয়ে আমি কখনও কৃপণতা করি না, তবে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে কাজ করতে হবে সবাইকে ।”.

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন তাঁর বক্তৃতায় বলেন, জয়পুরহাট চিনিকলে ডিসটিলারি প্লান্ট স্থাপন, মৌসুমী শ্রমিকদের স্থায়ী করণ, কর্মচারীদের ন্যায্য প্রমোশন এবং বিভিন্ন সেটআপ পূরণে আমরা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করব। এই চিনিকল বর্তমানে দেশের মধ্যে নবম অবস্থানে রয়েছে। আমরা শ্রমিক-কর্মচারীরা সকলে মিলে আখ রোপণ করে ও অন্যদের উৎসাহিত করে এই মিলকে পঞ্চম স্থানে নিয়ে আসব ইনশাল্লাহ। মিলের ভবিষ্যৎ নির্ভর করছে আখ নামক কাঁচামালের ওপর। তাই সবাইকে আখ চাষে অগ্রণী ভূমিকা নিতে হবে।".

বক্তারা আরো বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সুসংগঠিত ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। নেতৃবৃন্দের ওপর আস্থা প্রকাশ করে তাঁরা বলেন, এই নেতৃত্বের মাধ্যমে শ্রমিক আন্দোলন হবে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও ফলপ্রসূ।.

অনুষ্ঠানে চিনিকল প্রশাসন, হিসাব, পরিবহন ও কারখানা বিভাগের শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ