• ঢাকা
  • সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চট্রগ্রাম গণপূর্তে ‎১৫ কোটির কাজে ৩০ লাখ ঘুস


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪৯ পিএম;
চট্রগ্রাম গণপূর্তে  ‎১৫ কোটির কাজে ৩০ লাখ ঘুস
চট্রগ্রাম গণপূর্তে ‎১৫ কোটির কাজে ৩০ লাখ ঘুস

নিজস্ব প্রতিবেদক : ‎চট্টগ্রাম গণপূর্ত বিভাগের ১৫ কোটি টাকা মুল্যের একটি কাজের রেট সিডিউল একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফাঁস করে দিয়ে ৩০ লাখ টাকা ঘুস গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। ‎আর এই অপকর্মটি করেছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ।.

 .

‎সুত্র মতে রাঙ্গামাটি তথ্য কেন্দ্রের নির্মাণ কাজের টেন্ডারে এই দুর্নীতি করা হয়েছে।  .

 .

‎গোপন চুক্তির মাধ্যমে কাজটি NATIONAL DEVELOPMENT ENGINEERS LTD. কে পাইয়ে দেবার জন্য এই কাজের রেট সিডিউলটি কেবলমাত্র তাদেরকেই জানিয়ে দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ। তাকে এ কাজে সহযোগিতা করেন নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা। তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এর সাথে কথা বলতে বলেন।.

 .

‎উল্লেখ্য যে এই দরপত্রে মোট ৫ টি সিডিউল জমা পড়েছে।  কিন্তু কাজ পেতে যাচ্ছে NATIONAL DEVELOPMENT ENGINEERS LTD.। এ বিষয়ে স্থানীয় ঠিকাদাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এই দরপত্র বাতিল করে নতুনভাবে স্বচ্ছতার সাথে দরপত্র আহবানের দাবী তুলেছেন। .

 .

‎একইসাথে দুর্নীতিবাজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ ও নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমার অপসারণ দাবী করেছেন।.

 .

‎এ বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এর সাথে কথা বলার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি।.

 .

‎ক্ষুব্ধ ঠিকাদাররা এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও প্রধান প্রকৌশলীর পদক্ষেপ কামনা করেছেন।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ