• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ক্ষেতলালে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম;
ক্ষেতলালে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
ক্ষেতলালে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামাপাড়া এলাকার ‘পীরপুকুর’ নামের একটি পুকুর থেকে নিরেন মহন্ত (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিরেন মহন্ত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের যানগ্রামের শ্রী রতন চন্দ্র মোহন্ত লিলুর ছেলে।.

 .

 .

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি পীরপুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা নিরেন মহন্তের মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্ষেতলালে এসে মরদেহ গ্রহণ করেন।.

নিহতের স্বজনরা জানান, নিরেন মহন্ত পেশায় একজন কর্মকার ছিলেন। কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে তার নিজস্ব লোহা-লোহার দোকান ছিল। কয়েকদিন আগে তার স্ত্রী জয়পুরহাটের শ্বশুরবাড়িতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসার পথে নেশাগ্রস্ত অবস্থায় দিকভ্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান এবং ডুবে মারা যান।.

পুকুরের মালিক জহরুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানাই। পরে তারা এসে লাশ উদ্ধার করে।.

ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মন্টু রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে জানা যাবে—এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ