• ঢাকা
  • শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমারখালীতে টিউবয়েলে কেরোসিন ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম;
কুমারখালীতে টিউবয়েলে কেরোসিন ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর
কুমারখালীতে টিউবয়েলে কেরোসিন ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর

মাহমুদ শরীফকুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীর পল্লীতে টিউবয়েলে ভেতর কেরোসিন তেল ঢেলে দেওয়া ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করেছে দূবৃত্তরা। উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে রাতের আঁধারে এসব করছে রাজনৈতিক প্রতিপক্ষ একটি মহল।.

 .

সরেজমিনে জানা যায়, উক্ত গ্রামের কৃষক আতার হোসেন, সুরুজ আলী মোতাহার হোসেন ও ঝন্টু শেখের বসত বাড়ীর পানি খাওয়ার টিউবয়েলে গতকাল রাতে দূবৃত্তরা কেরোসিন ও পোড়া মবেল তেল ঢেলে দেয়। এতে তিনটি টিউবয়েলের পানি তেলের গন্ধে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পানি ব্যবহারে উক্ত পরিবারগুলোর দূর্ভোগের শেষ নেই। .

 .

এদিকে আতাহার হোসেন ও ঝন্টু শেখের বৈদ্যুতিক মিটারও কয়েকবার রাতের আঁধারে ভাংচুরের ঘটনা ঘটেছে।.

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদেরকে গ্রেফতারের জন্য তদন্ত করছে। 
ভূক্তভোগীরা জানায়, গতবছর গ্রামে নান্নু নামের এক ব্যক্তি খুন হলে মামলা হয়। ভূক্তভোগীরা এ মামলার আসামীর স্বজন-আত্নীয়। আসামীরা গ্রামের বাইরে পালিয়ে থাকায় তাদের পরিবার, গুলি বর্ষন,  ঘরবাড়ীতে ভাংচুর ও আগুন,  ক্ষেতের ফসল নষ্ট, গবাদী পশু লুট এবং সর্বশেষ খাবার পানিতে কেরোসিন-মবেল দেয়া ও বৈদ্যুতিক মিটার বার বার ভাংচুর করছে প্রতিপক্ষরা। .

আতাহার  ও তার বৃদ্ধা স্ত্রী জানান, পানির অভাবে অনেক কষ্টে আছি, অযু পর্যন্ত করতে পারছিনা। কারেন্টের মিটার পাঁচবার ভেঙে দিয়েছে। ওরা রাতের বেলা ৫/৭ জন এসে এসব করেছে। গভীর রাতে আমরা চিৎকার দিয়ে  ঘর থেকে বের হলে ওরা দ্রুত পালিয়ে যায়। আমরা প্রাণেনাশের আতংকে দিন কাটাচ্ছি। গ্রামের কেউ এই কুচক্রীদের ভয়ে প্রতিবাদ করেনা।.

এব্যাপারে কুমারখালী থাকার ওসি (তদন্ত) জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। আমরা দোষীদেরকে গ্রেফতারের জন্য তদন্ত করছি।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ