• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কাবু করল শীতে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৯ পিএম;
কাবু করল শীতে
কাবু করল শীতে

 .

কাবু করল শীতে.

মিজানুর রহমান মিজান.

 .

এবার শীতে করল বেশ কাবু.

বেশী কাপড় পরলে হওয়া যায় না বাবু।.

সন্ধ্যার আগেই ঠক ঠকিয়ে কাঁপায়.

শীত ধরে না হাত পায়ের মোজায়।.

একটু ও শীতের নাই যে শরম.

বৃদ্ধ-যুবা সমান তালে নরম।.

কাঁথা গায়ে দিয়ে আড়মোড়া.

রাতে বেশী জ্বালায় ফাঁক-ফোঁকর ছাড়া।.

প্রচুর সবজি ফলে শীতে.

ভাল লাগে খেজুর রসে ভাপা পিঠা খেতে।.

শিশুরা গোসল করে না শীতের ভয়ে.

বয়স্কদের ভীষণ কষ্ট শীত লাগিলে গায়ে।.

জুতা-মোজা-টুপি পরা খুব সহজ.

সৌদি আরব অধিক গরম যখন হয় হজ্ব।.

সবার সনে মিতালী সমান তালে.

ঠান্ডা পানি ছুঁতে চায় না কেউ বেতালে।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ