• ঢাকা
  • বুধবার, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কবিতা-মেহেরবান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৮ পিএম;
কবিতা-মেহেরবান
কবিতা-মেহেরবান

কবিতা-মেহেরবান.

কবি-মিজানুর রহমান মিজান.

তারিখ-২৯/১/২২খ্রি:।.

 .

আমার আল্লাহ দয়াবান.

আমার বন্ধু মেহেরবান.

যার দয়ায় এ ভুবনে পাইলাম প্রাণ।.

যেদিকে চাই তারই নিয়ামত.

খেয়ে পরে বাড়াই আমি হিম্মত.

গাছের আগায় জল তার অবদান।.

শিকড় ছাড়া বাচেঁ না গাছ.

জল বিহনে মরে মাছ.

বায়ু ছাড়া মানব দেহ নিষ্প্রাণ।.

চন্দ্র সূর্য আলো দেয় ভুবনে.

সবুজ শ্যামল মাঠে গাছগাছালি বনে.

ভোগ করে বাড়াই মর্যাদা সম্মান।.

পিপাসা মিঠে জলে.

মরলে স্থান পাই মাঠির তলে.

অমর নই যত করি চেষ্টা আপ্রাণ।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ