• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

একজন আলোকিত মানবিক মানুষ আলী হোসেন মাদবর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:১৯ পিএম;
একজন আলোকিত মানবিক মানুষ আলী হোসেন মাদবর
একজন আলোকিত মানবিক মানুষ আলী হোসেন মাদবর

সূর্য আহমেদ মিঠুন - বিশেষ প্রতিনিধি : মানবিক মানুষ সবাই হতে পারে না। কারণ মানবিক মানুষ হতে গেলে মানবিক কিছু গুনাবলি প্রয়োজন। আর তেমনি একজন মানবিক গুনের অধিকারী নারায়ণগঞ্জের  সিদ্দিরগঞ্জ নাসিক ১ নং ওয়ার্ড সি আই খোলার কৃতি সন্তান আলী হোসেন মাদবর। খোঁজ নিয়ে জানা যায়, পাইনাদি সি আই খোলার হাজী কমর আলী মাদবরের সূযোগ‍্য পুএ আলী হোসেন মাদবর একজন ধর্মপ্রাণ সম্ভ্রান্ত
‎মুসলিম পরিবারের সন্তান। স্থানীয় তথ‍্য মতে  বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদী আলী হোসেন মাদবর পারিবারিক ঐতিহ্য বুকে লালন করেই তার এলাকার গরীব-দুঃখী সবার পাশে রয়েছেন। এবং  এলাকাবাসী প্রায় বিপদে আপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার  চেষ্টা করছেন। বিশেষ করে ঈদ উপহার থেকে শুরু করে,কোরবানির গোস্ত অসহায় দের মাঝে দেওয়া, অসুস্থ মানুষ দের চিকিৎসার জন‍্য সহযোগিতা,  টাকার অভাবে  বিয়ে না দিতে পারা এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে নিজের সার্মথ‍্য অনুযায়ী  অবদান রেখে চলেছেন মানবতার ফেরিওয়ালা আলী হোসেন মাদবর। তথ‍্য সূত্রে আরো  জানা যায়,  কিছু দিন আগেও সি আই খোলা পাইনাদি দারুল উলুম কওমী মাদরাসায় মানবিক সমাজ সেবক আলী হোসেন মাদবর ছাদ ঢালাইয়ের কাজে ১০ হাজার টাকা প্রদান করেন। .

 .

 সরজমিন প্রতিবেদনে উঠে আসে  মানবিক ও জনদরদী আলী হোসেন মাদবর সমাজ থেকে মাদকমুক্ত করতে সব সময় বিভিন্ন সভা সেমিনার করে যাচ্ছেন। তবে গোপন সূত্রে জানা যায়, কিছু দিন আগে একটি কুচক্রী মহল মানবিক মানুষ আলী হোসেন মাদবর এর ভালো কর্মকাণ্ডের  প্রতি হিংসা পরায়ণ হয়ে তাকে মিথ্যা মামলায় জরিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান আলী হোসেন মাদবর একজন পর উপকারী মানবিক ভালো মানুষ। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা অন‍্যায়। তিনি সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে জরিত ছিলেন না। .

 .


‎এ বিষয়ে বিশিষ্ট ব‍্যবসায়ী ও মানবিক সমাজ সেবক আলী হোসেন মাদবর এর সঙ্গে কথা হলে তিনি জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজ কে  বলেন আমি মানুষের জন‍্য কাজ করতে পারি এটা আমার ভাগ‍্য আলহামদুলিল্লাহ্। আমি কোন ষড়যন্ত্রকে ভয় পাই না। মানুষের জন‍্য কাজ করে যাচ্ছি,মানুষের জন‍্য কাজ করে যাবো ইনসাআল্লাহ্ । মানুষের অন্তরের দোয়াই আমার সবচেয়ে বড় পাওয়া। এবং আল্লাহ্ র উপর ভরসা করে আমি সব সময় চলি। কারণ মহান  আল্লাহ্ একমাএ  উওম পরিকল্পনা কারী।.

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ