• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এক বছরে বিমানযাত্রীরা দেশে এনেছেন প্রায় ৪৫ হাজার কোটি টাকার স্বর্ণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম;
এক বছরে বিমানযাত্রীরা দেশে এনেছেন প্রায় ৪৫ হাজার কোটি টাকার স্বর্ণ
এক বছরে বিমানযাত্রীরা দেশে এনেছেন প্রায় ৪৫ হাজার কোটি টাকার স্বর্ণ

গত বছর বিমানযাত্রীদের মাধ্যমে বৈধভাবে ৪৬ লাখ ভরি স্বর্ণ বাংলাদেশে এসেছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা।.

২০২২ সালে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই স্বর্ণ দেশে আসে, যা আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি। .

আর একই সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ স্বর্ণ জব্দ করা হয় প্রায় ৫০০ কেজি বা ৪২ হাজার ৯১৫ ভরি। তবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া অবৈধ স্বর্ণের হিসাব পাওয়া যায়নি।     .

জাতীয় গোয়েন্দা সংস্থা ২০২২ সালের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈধভাবে স্বর্ণের বার আসা বেড়ে যাওয়ায় রেমিট্যান্স কমছে। বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স না পাঠিয়ে স্বর্ণ আনলে প্রবাসীরা ব্যক্তিগতভাবে বেশি লাভবান হচ্ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা উড়োজাহাজের ব্যাগেজ রুলস সংশোধন এবং স্বর্ণের বার আমদানিতে শুল্ক বাড়ানোর পরামর্শ দিয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ