• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঈদের পঞ্চম দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২৭ পিএম;
ঈদের পঞ্চম দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
ঈদের পঞ্চম দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

দিদারুল আলম জিসান : ঈদের পঞ্চম দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি আর লোনাজলে উৎসব উদযাপন করেছেন হাজারো পর্যটক৷ সৈকতের যেদিকে তাকাই সেদিকেই  পর্যটক আর পর্যটক। ঈদের ১ম, ২য়, ৩য়, ৪র্থ দিনের মত পঞ্চম দিনেও কক্সবাজার সৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল বরাবরই। আর তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।.

 .

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে এ দৃশ্য দেখা যায়৷ চট্টগ্রাম থেকে আগত পর্যটক আনিহা বলেন, ঈদের আনন্দ কাটাতে কক্সবাজার ছাড়া অন্যকিছু চিন্তায় আসে না। তাই কক্সবাজার ছুটে আসে। সাগরের সঙ্গে মিতালী করা। প্রতিবছরই ঈদের ছুটিতে কক্সবাজার আসি।.

 .

ঢাকা থেকে আসা ইয়াছিন আরাফাত বলেন, নোনাজলে গা ভাসানোর জন্য কক্সবাজার ছুটে এসেছি পরিবার-পরিজন নিয়ে। বেশ ভালো সময় কাটছে। সকালে এসে প্রথমে টিউব নিয়ে অনেকক্ষণ গোসল করলাম। এখন বাচ্চাদের নিয়ে বালিয়াড়ি বালুর ভাঙ্কর্য তৈরি করছি। এতে বাচ্চারা খুবই আনন্দিত।.

 .

কলাতলীর হোটেল জামানের ব্যবস্থাপক নয়ন বলেন, ঈদের প্রথম থেকে আজ পর্যন্ত পর্যটক খুব বেশি। পঞ্চম দিন বুধবার বিকাল থেকে আগের দিনের চেয়ে কিছুটা পর্যটক উপস্থিতি বেড়েছে। বেড়েছে রুম বুকিংও। আমাদের ৫০ শতাংশ রুমে গেস্ট উঠেছে। বৃহস্পতিবার ও শুক্রবার আরো কিছু পর্যটক আসবে বলে আশা করা যায়। সব হোটেলেই কমবেশি পর্যটক অবস্থান করছেন বলে জেনেছি।  .

 .

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, এবারের ঈদে ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল-মোটেল, গেস্ট হাউসে ৩০-৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ঈদের ৫ দিন সরকারি ছুটি থাকলেও ঈদের পঞ্চম দিনেও বরবারই পর্যটক আছে৷ .

 .

সেইফ লাইফ গার্ড সংস্থার সুপারভাইজার সাইফুল্ল্যাহ সিফাত বলেন, ঈদের ১ম, ২য় দিন পর্যটকের আগমন ছিল হাতে গোনা। কিন্তু ঈদের ৫ম দিন সকাল থেকে দেখছি দলে দলে প্রতিটি পয়েন্ট দিয়ে পর্যটকরা সৈকতের নোনাজলে নামছে। বিপুল সংখ্যক পর্যটকের আগমন হয়েছে; তাই উত্তাল সাগরে গোসলে নামা পর্যটকদের নিরাপত্তা দিতে টাওয়ারে বসে পর্যবেক্ষণের পাশাপাশি বালিয়াড়ি টহলরত এবং পানিতে লাইফ বোট নিয়ে কর্মীরা সর্বদা দায়িত্বপালন করে যাচ্ছেন।.

 .

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, ঈদের পর থেকে প্রচুর পর্যটক সমাগম হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে৷ আমরা পর্যটকদের সেবায় প্রাথমিক মেডিকেল টিম প্রস্তুত রেখেছি। সমুদ্র সৈকতসহ গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোতে টুরিস্ট পুলিশের নিরাপত্তা জোরদার রয়েছে ।.

.

ডে-নাইট-নিউজ /

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ