• ঢাকা
  • রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আওয়ামী লীগ নেতার স্ত্রী গোলাপগঞ্জের থানা নির্বাহী কর্মকর্তা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:১৬ পিএম;
আওয়ামী লীগ নেতার স্ত্রী গোলাপগঞ্জের থানা নির্বাহী কর্মকর্তা
আওয়ামী লীগ নেতার স্ত্রী গোলাপগঞ্জের থানা নির্বাহী কর্মকর্তা

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের থানা নির্বাহী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতার স্ত্রী  হওয়াতে তীব্র সমালোচনা ঝড় উঠছে। সম্পতি নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে  জনপ্রশাসন মন্ত্রণালয় যথেষ্ট যাচাই-বাছাই সাপেক্ষে  বিসিএস ক্যাডার প্রশাসন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনওদের পদায়ন ও  রিলিজের উদ্যোগ নিলেও  বিভিন্ন স্থানে পদায়ন  করা ইউএনওদের   নিয়ে চলছে নানা গুঞ্জন।  
কেউ কেউ বদলি হওয়ার পরও  পদায়ন হওয়া স্থানে যোগদান করছেন না। আবার কেউ -কেউ  স্ব-স্ব স্থানে  বহাল থাকতে করছেন   নানা  রকম  তদবির।.


এমন সব চিত্র দেখা যাচ্ছে  বর্তমানে। নির্বাচনের তফসিল ঘোষণা পর  এসব বিষয় গুলো আরো বেশি শোনা যাচ্ছে।   বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য,  কুমিল্লা লাকসাম এলাকার  আওয়ামী লীগ নেতা,  সেখানকার নৌকা মার্কার  সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ফারুক এর স্ত্রী  ৩৬ তম বিসিএস ক্যাডার  শাখী ছেপ কে  জোর তদবির লবিং এর মধ্য দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়   সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে পদায়ন হওয়া  করেছেন।.


পদায়ন হওয়া ইউএনও শাখী ছেপ এর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তার স্বামী আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক এর বাড়ি কুমিল্লা লাকসাম এলাকায়।
 যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় পদায়ন  করেছে ইউএনও  হিসেবে। সিলেট জেলা প্রশাসনের তালিকায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শাখী ছেপ  এর  নাম  ও রয়েছে  কিন্তু বাস্তবে দায়িত্ব পালন করছেন ঢাকায় বদলি হওয়া  গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিল্টন চন্দ্র পাল।
তিনি জানান, আমাকে ঢাকায় বদলি  করা হয়েছে একটি প্রাইভেট ফার্মে  প্রজেক্টে। রিলিজ হওয়ার কথা রয়েছে, কিন্তু  যাদেরকে পদায়ন করা হয়েছে কেউ এখনো যোগদান করেননি। ইতিপূর্বে দু’জন কে ইউ এনও হিসেবে পদায়ন করা হয়েছে   কেউই যোগদান করেননি। যে দু’জনকে  জন প্রশাসন মন্ত্রণালয়  থেকে  পদায়ন  করা হয়ে  ছিলো দু’জনই  মহিলা। সবশেষ  শাখী ছেপ  নমে একজনকে  পদায়ন করা হয়েছে, এক সপ্তাহ আগে তিনি আমার সাথে কথা বল ছিলেন।  পরে আর আমার সাথে কোন কথা হয় নি  এখন পর্যন্ত  তিনি আসবেন কিনা এ  তাও জানি না।
সাইরেন বাজিয়ে ছুঁটে চলেছে যখন নির্বাচনী ট্রেন।  ঠিক তখন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার  স্ত্রীকে সিলেটে ইউএনও হিসেবে পদায়ন নিয়ে  নানাগুঞ্চল চলছে সিলেটের গোলাপগঞ্জে।  
আগামী ১২ ফেব্রুয়ারির এ ভোট ঘিরে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে সরকার। পদায়ন চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে যাচ্ছেন ৩৬ ব্যাচের কর্মকর্তা শাখী ছেপ।
শাহজালালের পুণ্য ভূমিতে পা রাখতে দেওয়া হবে না, আসামাত্রই রক্তের বদলা নেওয়া সহ প্রাণনাশের এমন হুমকি আসছে অনবরত  পদায়ন হওয়ায় ইউএনও  প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী হওয়াতে এমন সব গুঞ্জন রয়েছে সিলেটের  গোলাপগঞ্জের স্থানীয় এলাকাতে।  ২৪ এর  স্পিরিট দারুণকারী  অনেকেই নারাজ  আওয়ামী লীগ নেতার  স্ত্রীকে ইউএনও হিসাবে পদায়ন করাতে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ