• ঢাকা
  • রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জে ওসি শাহীনুর আলম এর আন্তরিক তৎপরতায় আইন-শৃংখলার উন্নতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৪৫ পিএম;
সিদ্দিরগঞ্জে,  ওসি শাহীনুর আলম,   আন্তরিক তৎপরতায়,  আইন-শৃংখলার উন্নতি
সিদ্দিরগঞ্জে ওসি শাহীনুর আলম এর আন্তরিক তৎপরতায় আইন-শৃংখলার উন্নতি

‎সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : ‎নারাগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা নাসিক ১০ টি ওয়ার্ড নিয়ে গঠিত। অবস্থান গত দিক থেকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ  থানাটি আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (E.P.Z) এবং অন্যান্য ছোট-বড় কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় অতি গুরুত্বপূর্ণ একটি থানা হিসেবে বিবেচিত হয়। গুরুত্বপূর্ণ এই সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (oc ) হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ শাহিনুর আলম।.

 .

‎স্থানীয় সূত্রে মতে জানা যায়, সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে মো: শাহিনুর আলম যোগদানের পর এই থানা আইন- শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। মাদক থেকে শুরু করে চুরি  ছিনতাই ডাকাতি কিশোর গ‍্যাং অপরাধ সহ প্রতিটি অন‍্যায় অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সাথে দিন রাত কাজ করে যাচ্ছেন ওসি মো: শাহিনুর আলম।.

 .

তথ‍্য সূত্রে জানা যায়, ওসি মো: শাহিনুর আলম যোগদানের পর থেকে পাল্টে গেছে সিদ্দিরগঞ্জ থানার  চিত্র। পূর্বের চেয়ে অনেক কমেছে সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি, মাদক, জুয়া, চাঁদাবাজি, ছিনতাই, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ। সেই সঙ্গে বেড়েছে থানার সেবার মান। এবং  পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে। আরো জানা যায়, যদি কোনো এলাকায় দুর্ঘটনা ঘটে সেই ঘটনা স্থলে ওসি নিজে তদন্ত করতে চলে যান।.

 .

জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজের সাথে ওসি মো: শাহিনুর আলম এর  সিদ্দিরগঞ্জ থানার বতর্মান  সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি বলেন, সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে তাহলে সকল প্রকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে  এগিয়ে যেতে পারবো। আরেক টি কথা যতদিন এখানে থাকবো মাদকের ব্যাপারে কোনো আপসে যাবো না।’ পাশাপাশি আমি প্রতিনিয়ত  মাদক থেকে যুব সমাজ কে দুরে রাখতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে  বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার ও মসজিদে সচেতনতার লক্ষ্যে  কাজ করে যাচ্ছি।.

 .

 পরিশেষে বলবো সাধারণত জনগণের জান মাল নিরাপত্তায় আমরা পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাই  জনগণের আরো সহযোগিতা পেলে  মাদক ব্যবসা সন্ত্রাসী চাঁদাবাজি কিশোর গ‍্যাং এর মত অপরাধ  সহ প্রতিটি অপরাধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এবং আমি সিদ্দিরগঞ্জ  থানায় যত দিন আছি সততার সঙ্গে আমার দায়িত্ব আমি পালন করে যাবো।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ