লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম;
লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আব্দুল মালেক নিরব: লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বিকালে চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জালিয়াকান্দি এলাকাবাসীর ব্যানারে নতুনহাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, খলিফারহাট ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম, চরশাহী ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা সোহেব হোসেন, পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জালিয়াকান্দি গ্রামের নতুনহাট বাজার থেকে পূর্ব কল্যাণপুর পর্যন্ত আব্দুল মালেক সড়কটি দীর্ঘদিন থেকে অবহেলিত। চেয়ারম্যান-মেম্বাররা বার বার আশ্বাস দিয়েও রাস্তাটি সংস্কার করে নি। এতে করে এ এলাকার মানুষের দূর্ভোগ বেড়েছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা।
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: