• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসকর্মীরা, সেবা ব্যাহত, বিপাকে ৫ লাখ গ্রাহক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৭ পিএম;
লক্ষ্মীপুরে গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসকর্মীরা, সেবা ব্যাহত, বিপাকে ৫ লাখ গ্রাহক
লক্ষ্মীপুরে গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসকর্মীরা, সেবা ব্যাহত, বিপাকে ৫ লাখ গ্রাহক

আব্দুল মালেক নিরব: লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১১৩ জন কর্মকর্তা ও কর্মচারী একযোগে ছুটির আবেদন করে অফিস থেকে বাইরে অবস্থান নেওয়ায় সেবা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটেছে। এতে জেলার পাঁচটি উপজেলার প্রায় সাড়ে পাঁচ লাখ গ্রাহক পড়েছেন বিপাকে।.

 .

জানা গেছে, চার দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এক কর্মকর্তা বরখাস্ত হওয়াকে কেন্দ্র করে কর্মীরা এই স্বঘোষিত ছুটির পথে হাঁটেন। কর্মীদের এমন অবস্থানের কারণে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, মেরামত ও সংযোগ সংক্রান্ত সেবাসমূহ কার্যত অচল হয়ে পড়েছে।.

 .

পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার ২৭টি অভিযোগ কেন্দ্র, ১৩টি সাব-স্টেশন ও ৬টি জোনাল অফিস রয়েছে। তবে হঠাৎ করে কর্মীদের অনুপস্থিতিতে এসব ইউনিটের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।.

 .

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জেনারেল ম্যানেজার মো. শফিউল আলম সময়ের কন্ঠস্বরকে বলেন, “আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় হয়নি। তবে এই ছুটি দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ সেবা চরমভাবে ব্যাহত হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”.

 .

এদিকে, হঠাৎ এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ, বিল সংশোধন ও অন্যান্য জরুরি সেবা বন্ধ থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।.

 .

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ