
লক্ষ্মীপুরের কমলনগরে দক্ষিণ চরকাদিরা ইউনিয়নে সরকারি ৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি স্থানীয় সংঘবদ্ধ ভূমিদস্যুদের দখল কব্জায়। সরকারের মূল্যবান জমিতে বিশাল মাছের প্রজেক্ট ও ঝাউ বাগান করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ভূমি খেকোরা।.
জানা গেছে, কমলনগর উপজেলার দক্ষিণ চরকাদিরা ইউনিয়নে ১নং খাস খতিয়ানে আর.এস দাগ নং ৬৪৮২ জমির পরিমাণ প্রায় ৩৯ একর। চলতি বাজার দর হিসেবে প্রতিশতক জমির মূল্য সাড়ে ১২ হাজার টাকা। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। প্রশাসনের চোখ আড়াল করতে স্থানীয় অবৈধ দখলবাজরা ওই জায়গায় মূল্যবান ঝাউগাছ ও মাছের প্রজেক্ট তৈরী করে রেখেছে।.
এতে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত। সরকারের এসব জায়গায় প্রধানমন্ত্রী উপহার পাওয়া আশ্রিতাদের জন্য গণকবর করার দাবি স্থানীয়দের। এক্ষেত্রে জেলা-উপজেলা প্রশাসনের আশুহস্তক্ষেপে উদ্ধার করা সম্ভব সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান জানান, সরকারর খাস জমির বিষয়টি আমার জানা নেই। তবে খুব শীঘ্রই আমরা তদন্ত করে ওই জমি উদ্ধার কার্যক্রমে ব্যবস্থা নেবো।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: