
সূর্য আহমেদ মিঠুন বিশেষ প্রতিনিধি : আর কে মিউজিক এর ব্যানারে ১১ (অক্টেবর) শুক্রবার শুভ মুক্তি পেল বাংলাদেশের স্বনামধন্য মিউজিক ডিরেক্টর রিপন খানের সুর ও সংগীত আয়োজনে এবং ভিডিও পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম দেহের টানে প্রেম হয় না। মুন্সীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিএায়ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের মেধাবী কন্ঠ শিল্পী ফাইকুজ্জামান ( সানি নভো)। তথ্যসূত্রে জানা যায়, রিপন খান যিনি একজন গুণী সংগীত পরিচালক। তিনি চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতে এক উজ্জ্বল ক্যারিয়ার বহন করছে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জিংগেল কিং খ্যাত এই সংগীত কার সুর দিয়েছেন অনেক গানে। এবার তরুণ প্রজন্মের মেধাবী কণ্ঠশিল্পী সানি নভো কে নিয়ে গুণী সংগীত পরিচালক রিপন খান তার নতুন প্রযোজনা প্রতিষ্ঠান আর কে (রিপন খান) মিউজিকের যাত্রা শুরু করেছে।চিএগ্রাহক হিসেবে ছিলেন রাজন রোমন। গানটির মডেল হিসেবে কাজ করেছেন ইলা আহমেদ ইলা ও সানি নভো।.
.
.
.
.
.
.
.
.
.
গানটির সম্পর্কে সঙ্গীত শিল্পী সানি নভো বলেন, গানটি সব দিক থেকে সকল দর্শকের মন ছুঁয়ে যাবে। গানটি দেখতে সকল দর্শক আর কে মিউজিক ইউটিউব চ্যানেল সার্চ করলেই দেখতে পারবেন। দর্শকদের গানটি ভালো লাগলে আমাদের আত্মহারা পুরো টিমের স্বার্থকতা। দর্শকের ভালোবাসা ও অনুপ্রেরণা পেলে আগামী দিনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো ইনসাআল্লাহ্।. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন
আপনার মতামত লিখুন: