
কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) মাদক কারবারীদের কঠিন হুশিয়ারী দিয়ে বলেছেন, হয় মাদক ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন। তিনি বলেন, জনপ্রতিনিধিরা সোচ্চার হলে মাদক ব্যবসা বন্ধ হবে। সামাজিক ভাবেও মাদক ব্যবসায়ীদের ভয়কট করার আহবানও জানান তিনি।.
শনিবার (১২ মার্চ) টেকনাফ মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন।.
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া -টেকনাফ) সার্কেল শাকিল আহমদ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাষ্টার জাহেদ হোছেন, সহ-সভাপতি জহির আহমদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বাহাড়ছাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহারদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।.
সভায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । সভায় উপস্থিত জনতাও বিভিন্ন মতামত তুলে ধরেন। . .
ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার , কক্সবাজার ।।
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: