বিশ্বনাথ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।.
.
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপির সহযোগী সংগঠন পৌর ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতু সম্মুখে এক সভায় মিলিত হয়। .
.
এসময় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত করার দাবী জানান। এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বনাথে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্র দলের উদ্যোগে নিখোঁজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীত এক সমাবেশ আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙা করতে ১৭ তারিখের সমাবেশে উপস্থিত থেকে সমাবেশ সফল করার লক্ষ্যে পৌর ও উপজেলা নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানান তারা। .
.
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মুসলিম আলী, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন,আব্দুল লতিফ, তানভীর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, শাহ লিলু, বাবুল মিয়া, দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুব দলের সদস্য সৌরব আহমদ লাকি, রুমেল আলী, সুলতান খান,আব্দুল রকিব,সৈয়দ আহমদ,চুনু মিয়া,দেলোয়ার হোসেন, ফয়জুল হক,খলিলুর রহমান, জামাল আহমদ, আবু তাহের মিসবাহ, পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন, আজিজুর ইসলাম, জাহান মিয়া, সাকির আহমদ, উপজেলা সেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্যসচিব আশিকুর রহমান রানা, যুগ্ন আহবায়ক কিনু মিয়া, পৌর সেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক এনাম উদ্দিন , সদস্য সচিব দুলাল মিয়া, যুগ্ন আহবায়ক তসলিম উদ্দিন , উপজেলা ছাত্রদল আহবায়ক হোসাইন আহমদ পাবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা শাহ টিপু, পৌর ছাত্রদল আহবায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমূখ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: