
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি কামাল বাজার -বাবনা সড়ক সংস্কার করতে স্থানীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করেছেন স্থানীয় প্রতিনিধিরা।.
দীর্ঘদিন ধরে খাজাঞ্চি কামাল বাজার পাকা রাস্তার বেহাল দশা। পিচ উঠে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুই উপজেলাবাসীর জন্য সিলেট শহরে যাতায়াতের এ রাস্তাটি সংস্কারের জন্য বারবার জনপ্রতিনিধিদের দারস্থ হয়ে কোন ফল পাচ্ছেন না এলাকাবাসী। এনিয়ে গতবছর গণমাধ্যমে জোর তৎপরতায় সংবাদ প্রকাশিত হলে স্থানীয় সংসদ সদস্য রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কার কাজের আশ্বাস দেন। আশ্বাসের পরও পেরিয়ে গেছে একবছর। .
এ রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী পক্ষে আজ ১২/০৮/২০২১ ইং বিকেলে সিলেট ০২( বিশ্বনাথ -ওসমানী নগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে সাক্ষাৎ করেন খাজাঞ্চি ইউনিয়নের কয়েকজন সচেতন নাগরিক। .
সাক্ষাৎ কালে বিশ্বনাথ -খাজাঞ্চী ভায়া কামাল বাজার (কোড ৬৯১২০২০০৪) রাস্তার সংস্কার কাজের ব্যাপারে প্রতিনিধি দলের সাথে ঘন্টাব্যাপী আলোচনা করেন সাংসদ। সংসদ সদস্য মোকাব্বির খান রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়ে বলেছেন, এ রাস্তাটি সংস্কারের জন্য প্রথম স্থানে রেখেছি। রাস্তাটি অগ্রাধিকারের ভিত্তিতে পূর্ণ সংস্কার কাজ করার জন্য এল জি ই ডি অফিসে ডিও পাঠিয়েছি। ইনশাআল্লাহ কাজটি দ্রুত করা হবে বলে তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন। .
সাংসদের সাথে সাক্ষাৎ কালে খাজাঞ্চি ইউনিয়ন প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আনছার মাহমুদ, মাষ্টার মোঃ সুহেল মিয়া, মোঃ মাসুক মিয়া, আলতাবুর রহমান প্রমুখ।.
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ প্রতিনিধিঃ
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: