• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০৯ পিএম;
ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ
ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) :  দিনাজপুরের ফুলবাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৬টি পরিবারের মাঝে অনুদান হিসেবে ৩৯২টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুফলভোগীদের হাতে ছাগলের পাশাপাশি ছাগল ঘর নির্মাণের সামগ্রী এবং জনপ্রতি ২৫ কেজি খাদ্যও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারওয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, ভেটেরিনারি সার্জন ডা. সজিব হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন,আমরা যে ছাগলগুলো আপনাদের হাতে তুলে দিয়েছি, এগুলো বিক্রি করা যাবে না। এগুলো লালন-পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করুন।”

উপকারভোগীরা বলেন, “আমরা যে ছাগল পেয়েছি, তা লালন-পালন করে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করব।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারওয়ার হোসেন বলেন,“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ ১৯৬টি পরিবারের মাঝে মোট ৩৯২টি ছাগল বিতরণ করা হচ্ছে।”.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ